Wednesday, 4 February 2015

পেনড্রাইভ থেকে পিসিতে ভাইসার ঢোকা বন্ধ করা



পেনড্রাইভের মাধ্যমে যে ভাইরাসগুলো ছড়ায় সেগুলো বেশিরভাগই ট্রোজেন জেনারেশনের। এগুলোকে সাধারণত ওয়ার্ম বলা হয়। এই ওয়ার্মগুলোর মধ্যে কোন কোনটি আপনার পিসির উপর একসেসকে ইন্টারনেটে উন্মুক্ত করে দেয়। এছাড়া ফোল্ডার অপশন গায়েব হওয়া, হিডেন ফাইল শো না করা অথবা কোন নির্দিষ্ট সিস্টেম ফোল্ডার একসেস করতে না দেওয়া কিংবা রেজিষ্ট্রি এডিটর বা সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি খুলতে না দেয়া এই ভাইরাসগুলোর কাজ।     অনেকেই অনেক এন্টি-ভাইরাস ব্যবহার করেও মাঝে মাঝে এই সমস্যা সমাধান করে পারেন না।



উইন্ডোজে বাই ডিফল্ট অটোরান সার্ভিস চালু করা থাকে। ফলে সিডিরম বা ডিভিডি-রম ড্রাইভে ডিস্ক ঢোকালে বা পিসিতে পেনড্রাইভ ঢোকালে সেগুলো নিজে নিজেই চালু হয়ে যায় বা কিভাবে আপনি তা চালু করবেন তা আপনাকে জিজ্ঞাসা করবে। প্রথমত এই অটোরানের সুযোগ নেয় ভাইরাসগুলো। আপনি যদি এইসব ড্রাইভগুলোরে প্রপার্টিতে গিয়ে অটোরান ট্যাব থেকে অটোরান বন্ধ করে দেন, এর পরও ভাইরাসগুলো ঢোকে তখন যখন আপনি মাই কম্পিউটারে গিয়ে সেই ড্রাইভ খোলার জন্য তার উপর ডাবল ক্লিক করেন। এর কারণ হলো পেনড্রাইভের ভিতরে যদি ভাইরাস থাকে তাহলে সে পেনড্রাইভের ভিতরে (রম্নটে) একটি অটোরান নামের আই.এন.এফ ফাইল তৈরি করে রাখে। এই ফাইলে পেনড্রাইভটি ওপেন করা মাত্রই যাতে ভাইরাসটি পিসিতে ঢুকে যায় সেই নির্দেশ দেয়া থাকে। পেনড্রাইভের মাধ্যমে ছড়ানো ভাইরাসগুলো থেকে আপনার পিসিকে যদি মুক্ত রাখতে চান তাহলে নিচের নিয়মগুলো অনুসরণ করম্নন।

(ক)   ড্রাইভের প্রপার্টিতে গিয়ে সেই ড্রাইভের অটোরান বন্ধ করলেই এটি পুরোপুরি বন্ধ হয় না। ফলে উইন্ডোজের অটোরান সার্ভিস পুরোপুরি বন্ধ করে দেয়ার জন্য-

  1. Start>Settings/Control Panel>Administrative Tools> Service-এ যান।

  1. সেখানে লিস্ট থেকে Shell Hardware Detection খুঁজে বের করে এর উপর ডাবল ক্লিক করে তার Properties-এ যান।

  1. সেখানে প্রথমে Startup type এর কম্বোবক্সের লিস্ট থেকে Disabled সিলেক্ট করম্নন।

  1. এরপর Stop বাটনে ক্লিক করে OK করম্নন।

  1. এর ফলে উইন্ডোজের অটোরান সার্ভিসটি পুরোপুরি বন্ধ হবে।

  1. এই কাজটি বার বার করতে হবে না, একবার করলেই হবে।

(খ)    কোন পেনড্রাইভ পিসিতে ঢোকাবার আগে তার ভিতরে ভাইরাস আছে কিনা সে সম্পর্কে আপনি যদি নিশ্চিত না থাকেন তাহলে কখনই মাই কম্পিউটারে গিয়ে ডাবল ক্লিক করে সেটি ওপেন করবেন না। সেটা ওপেন করতে-

  1. Start>Program>Accessories- গিয়ে Windows Explorer ওপেন করম্নন।

  1. সেখানে দেখুন বামে একটি লিস্ট রয়েছে এবং ডানে একটি লিস্ট রয়েছে।

  1. বাম পাশের এরকম লিস্টকে ট্রি-ভিউ লিস্ট বলা হয়। ট্রি-ভিউ লিস্টে মাই কম্পিউটারের উপর ক্লিক করলে তা এক্সপ্যান্ড হবে।

  1. এই ভাবে ট্রি-ভিউ লিস্টের যে ফোল্ডার বা ড্রাইভের উপর ক্লিক করা হবে সেই ফোল্ডার বা ড্রাইভের ভিতর যে ফোল্ডার সমূহ রয়েছে তা তার নিচেই খুলে যাবে আর ডানের লিস্টে খুলবে তার ভিতরের ফাইল এবং ফোল্ডার সমূহ দুটোই।

  1. পেনড্রাইভের  ক্ষেত্রে ফোল্ডার খুলতে অবশ্যই ট্রি-ভিউ লিস্ট ব্যবহার করম্নন। আর ফাইল খুলতে ডান পাশের লিস্ট ব্যবহার করম্নন।

  1. ভুল করেও ডান পাশের লিস্ট থেকে কোন ফোল্ডারের উপর ডাবল ক্লিক করে ফোল্ডার ওপেন করবেন না। তাহলে সেই ফোল্ডারে ভাইরাস থাকলে সেটা অটোরান হয়ে আপনার পিসিকে আক্রমন করবে।

(গ)    পিসিতে পেনড্রাইভ ঢোকানোর পর প্রথমেই এক্সপেস্নারারে গিয়ে ট্রি-ভিউ লিস্ট থেকে পেনড্রাইভের উপর ডান ক্লিক করে এন্টি-ভাইসার দিয়ে তা চেক করে নিন। এন্টি-ভাইরাস দ্বারা যদি কোন ভাইরাস ধরা না পড়ে তাহলেও নিশ্চিত হবে না। উপরের বর্ণনা দেয়া নিয়মের মত করে পেনড্রাইভ একসেস করম্নন। (ইচ্ছে করলে এক্সপেস্নারারের একটি শর্টকাট ডেক্সটপে তৈরি করে নিতে পারেন)।

(ঘ)    কোন বন্ধুকে যদি শুধুমাত্র কোন ফাইল/ফোল্ডার পেনড্রাইভে কপি করে দেয়ার থাকে তাহলে তার পেনড্রাইভ লাগানোর পর সেই ফাইল/ফোল্ডারের উপর ডান ক্লিক করে মেনু থেকে সেন্ড টু এর মাধ্যমে পেনড্রাইভে সেন্ড করে দিন। প্রয়োজন না থাকলে পেনড্রাইভ ওপেন করনে না। প্রত্যেকবার পেনড্রাইভ ব্যবহারের সময় উপরের বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখুন, একটু সতর্ক থাকুন, আশা করি কম্পিউটারে ভাইরাস ঢুকবে না।

0 comments:

Post a Comment

 
Sohoz-Tech