কম্পিউটারে
ভাইরাস ছড়ানোর জন্য এখন পেনড্রাইভ অনেকটাই দায়ী। কম্পিউটারে পেনড্রাইভ
যুক্ত করা হলে অনেক সময় ‘অটো-পেস্ন’ চালু হয়ে যায় এবং পেনড্রাইভে ভাইরাস
থাকলে সেটি কম্পিউটারে ছড়িয়ে পড়ে। অটো-পেস্ন বন্ধ করে দিলে এবং
টাস্কবারের নেভিগেটর থেকে বা ফোল্ডার অপশনের মাধ্যমে পেনড্রাইভ ব্যবহার
করলে ভাইরাস ছড়াবে না। পেনড্রাইভের অটো-পেস্ন বন্ধ করতে প্রথমে
-
(ক) পেনড্রাইভের অটো-পেস্ন বন্ধ করা:
1. Start মেনু থেকে Run-এ গিয়ে gpedit.msc লিখে OK করলে Group Policy নামের একটি উইন্ডো আসবে।
2. উক্ত উইন্ডোর User Configuration-এর বাম পাশের (+)-এ ক্লিক করে Administrative Templates-এর বাম পাশে (+)-এ ক্লিক করম্নন।
3. তারপর System-এ ক্লিক করলে দেখবেন ডান পাশের উইন্ডোতে Turn off Autoplay নামে একটি লেখা এসেছে।
4. এবার Turn off Autoplay লেখাতে ডাবল ক্লিক করম্নন। পর্দায় Turn off Autoplay Properties ডায়ালগ বক্স আসবে।
5. উক্ত ডায়ালগ বক্সের Enabled নির্বাচন করে Turn off Autoplay on: এর ডান পাশের বক্সের ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে All drives বেছে নিয়ে Apply এবং OK করে বেরিয়ে আসুন।
(খ) টাস্কবারের নেভিগেটর থেকে পেনড্রাইভ ব্যবহার করা:
1. এবার টাস্কবার থেকে নেভিগেট করে পেনড্রাইভ ব্যবহার করতে প্রথমে টাস্কবারে মাউস রেখে ডান ক্লিক করে Toolbars থেকে New Toolbar-এ যান।
2. সেখান থেকে My Computer নির্বাচন করে OK করম্নন।
3. দেখবেন টাস্কবারে My Computer-এর একটি সংযুক্তি (লিংক) চলে এসেছে।
4. এখান
কোন ফাইল বা ফোল্ডারে যেতে চাইলে বা কোন কিছু ওপেন, কপি, কাট, পেস্ট,
ডিলিট করতে চাইলে সেই লিংকের মাধ্যমে গিয়ে ফাইলে ডান বাটনে ক্লিক করলে
ভাইরাস ছড়ানো ঝুঁকি কম থাকে।
(গ) ফোল্ডার অপশনের মাধ্যমে পেনড্রাইভ ব্যবহার করা:
1. প্রথমে My Commputer-এর Tools মেনুতে Folder option-এ গিয়ে View-এ ক্লিক করুন।
2. এরপর Show hidden files and folders বক্সে মার্ক করে Hide extensions for known files types এবং Hide protected operating system files (Recommended) বক্সে মার্ক উঠিয়ে দিয়ে Apply করে বেরিয়ে আসুন।
3. এবার Folder option-এ গিয়ে পেনড্রাইভ খুলুন। এ অবস্থায় পেনড্রাইভের সব ভাইরাস ও অযাচিত ফাইল দেখা যাবে।
4. পেনড্রাইভ থেকে ভাইসার (autorun.inf) ও অযাচিত ফাইলগুলো Delete করে দিন।
5. এ ক্ষেত্রে লক্ষ রাখা উচিত, যেন ভাইরাসের উপর দুই ক্লিক না পড়ে। তাহলে ভাইরাস কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে।
নোট:
1. পেনড্রাইভে
করে কোন ফাইল বা ফোল্ডার অন্য কোন কম্পিউটারে নিতে চাইলে সেগুলো জিপ করে
নিবেন। জিপ করা ফাইল বা ফোল্ডারে ভাইরাস আক্রমন করে না। কোন ফাইল বা
ফোল্ডার জিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটন ক্লিক করে Send to Compressed(Zipped)-এ ক্লিক করম্নন। দেখবেন, জিপ হয়ে গেছে। আবার আনজিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটন ক্লিক করে Extrat All-এ ক্লিক করে পর পর দুবার Next-এ ক্লিক করে দেখবেন, আনজিপ হয়ে গেছে।
0 comments:
Post a Comment