কম্পিউটার
গতিশীল রাখতে এবং নিত্য নতুন ভাইরাসের হাত থেকে সেটিকে রক্ষা করতে
অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ছাড়া গত্যমত্মর নেই। অ্যান্টি ভাইরাস
সফটওয়্যার ইচ্ছে করলে ইন্টারনেট থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যায়। তবে
সব অ্যান্টি-ভাইরাস নির্মাতা প্রতিষ্ঠানগুলো কিন্তু
সম্পূর্ণ সংস্করণ বিনা মূল্যে ডাউনলোড করার সুযোগ দেয় না বরং তারা এর
পরির্বতে সাময়িক সময়ের জন্য পরীক্ষামূলক (ট্যায়াল) সংস্করণ নামাতে দেয়।
এখানে বেশ কিছু বিনা মূল্যে অ্যান্টি ভাইরাসের সম্পূর্ণ সংস্করণ নামানোর ঠিকানা দেওয়া হলো।এভিজি : এভিজি নামের ৪৮.৩৪ মেগাবাইটের অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার একই সংগে অ্যান্টি-ভাইরাস ও অ্যান্টি-স্পাইওয়্যার হিসাবে কাজ করে। ডাউনলোড করা যাবে নিমণ ঠিকানায়: http://free.avg.com/download?prd=afe
বিট ডিফেন্ডার: বিট ডিফেন্ডার নামের আরেকটি জনপ্রিয় অ্যান্টি ভাইরাস ইন্টারনেট থেকে বিনা মূল্যে নামানো যাবে। এক্ষেত্রে ই-মেইল ঠিকানা থাকতে হবে। ডাউনলোড করা যাবে নিমণ ঠিকানায়: http://www.bitdefender.com/site/downloads/browseEvaluationVersion/1/42
অ্যাভাস্ট: আরেকটি জনপ্রিয় অ্যান্টি ভাইরাস অ্যাভাস্ট বিনা মূল্যে ইন্টারনেট থেকে সংগ্রহ করা যায়। একাধিক ভাষার সংস্করণের পাশাপাশি ভিনণ ধরনের অবয়ব বা স্কিন এতে লাগানো যায়।
ঠিকানা: www.avast.com/eng/download-avast-home- html
এভিরা: সম্প্রতি
একটি জার্মান প্রতিষ্ঠান আন্তর্জাতিক ব্যবহার- কারীদের জন্য এই অ্যান্টি
ভাইরাসটি বিনা মূল্যে নামানোর সুবিধা দিচ্ছে। এভিরা নামের এই অ্যান্টি
ভাইরাসটি পাবেন
www.free-av.com/en/download/1/avira_antivir_ personal_free_antivirus.html ঠিকানায়।
0 comments:
Post a Comment