ফোল্ডার Aপশনটি লুকিয়ে রাখতে চাইলে
কোনো ফোল্ডার Show বা Hidden করার ব্যাপারটি প্রায় সকলেই জানার কারনে যে কেউ আপনার গুপ্ত ফাইলটি দেখে নিতে পারে| তাই এই Tools মেনু থেকে এই Folder Option টি গায়েব করে দিলে এর থেকে অনেকটাই সেফ থাকা যায়| এটি করা যাবে নিচের পদ্ধতির মাধ্যমে-
- প্রথমে Start থেকে Run এ গিয়ে gpedit.msc টাইপ করে এন্টার Kরুন তাহলে Group Policy ওপেন হবে| এবার নিচের এড্রেসটিতে যান-
- User Configuration>Administrative Templates> Windows Components>Windows Explorer
- এবার ডানদিকে “Removes the Folder Options menu item from the Tools menu” অপশনটিতে ডবল ক্লিক করুন আর এর Setting ট্যাবে ক্লিক করে এটিকে Enabled করে দিন|
- এরপর আর আপনি Tools মেনু থেকে এই Folder Option টি খুজে পাবেন না|
বিকল্প পদ্ধতি
বিভিন্ন প্রয়োজনে কমিঁউটারের কিছু ফোল্ডার লুকিয়ে (হাইড) রাখতে হতে পারে। কম্পিউটার ব্যবহারকারী প্রায় সবাই জানেন কীভাবে ফোল্ডার লুকিয়ে রাখতে হয় আর দৃশ্যমান করতে হয়। Tools মেনু থেকে Folder Option সরিয়ে দিতে হলে-
1. প্রথমে Start মেনু থেকে Run-G গিয়ে gpedit.msc লিখে OK করুন। Group Policy উইন্ডো আসবে।
2. এখন Group Policy উইন্ডোতে প্রদর্শিত User Confiquration এর বাম পাশের (+) যোগ চিহ্নে ক্লিক করে Administrative Templates-Gi বাম পাশের (+) যোগ চিহ্নে ক্লিক করুন।
3. এবার Windows Explorer-G ডাবল ক্লিক করে ডান দিকে প্রদর্শিত অপশনের Remove the Folder Options menu item from the Tools menu তে দুই ক্লিক করে সক্রিয় করে দিন।
4. এখন দেখুন উইন্ডোজের Tools মেনুতে Folder Options টি নেই।
বি:দ্র: এটি আবার পেতে হলে Remove the Folder Options menu item from the Tools menu-G দুই ক্লিক করে নিষ্ক্রিয় করে দিন।
ফোল্ডার Aপশন খুজে না পেলে
অনেক সময় ভাইরাস বা অন্য কোন কারনে ফোল্ডার অপশনটি খুজে পাওয়া যায় না| তার জন্য Show বা Hidden করার সমস্যা হয়ে থাকে, তাই এই অপসনটি ফিরিয়ে আনার জন্য নিচের পদ্ধতি নিতে পারেন-
1 প্রথমে Start থেকে Run এ গিয়ে Regedit টাইপ করুন| তাহলে Registry Editor উনন্ডোটি আসবে এবার নিচের এড্রেসটি ওপেন করুন|
2 HKEY_LOCAL_MACHINE/SOFTWARE/Microsoft/Windows/CurrentVersion/Explorer/Advanced/ Folder/Hidden/SHOWALL.
3 এবার ডান দিকে CheckedValue নামে একটি অপশন দেখতে পাবেন, এর উপর রাইট ক্লিক করে Modify এ ক্লিক করুন (ডবল ক্লিক করলেও চলবে)|
4 এখন আপনি এর DORD Value উনন্ডো দেখতে পাবেন|
5 এখানে এর ভ্যালুটি 1 থেকে চেজ্ঞ করে 0 করে দিন এবার Registry Editor উBন্ডোটি বন্ধ করে কম্পিউটার রিস্ট্রাট Kরুন|
6 এখন আপনি ফোল্ডার অপশনটি খুজে পেয়ে যাবেন|
সমস্যা যখন ফোল্ডার অপশন্সের
অনেক সময় ভাইরাস বা অনান্য কারণে আপনার কম্পিউটারের ফোল্ডার অপশন হারিয়ে যেতে পারে| সেক্ষেত্রে আপআকে বেশ বিপাকে পড়তে হয়| আপনার হিডেন করা ফোল্ডার/ফাইলগুলো প্রয়োজনের সময় হয়তো আর আন-হিডেন করে দেখতে পারছেন না বা হিডেন করা ফোল্ডার/ফাইলগুলো সর্বদা দেখা যাচ্ছে| এছাড়াও ফাইলের এক্সটেনশন- গুলো দেখা যেতে পারে| এসব থেকে সহজেই মুক্তি পেতে পারেন| এজন্য
- www. mehdi-akram.tk থেকে RecoverFolderOptions ফাইলটি ডাউনলোড করে নিন এবং চালু করুন|
- এরপর কম্পিউটার রিস্টার্ট হলে দেখবেন ফোল্ডার অপশন ফিরে এসেছে এবং অনান্য সমস্যাগুলোর সমাধান হয়ে গেছে|
- এছাড়াও ফোল্ডার অপশন ইচ্ছাকৃত লুকিয়ে রাখতে চাইলে রানে গিয়ে gpedit.msc লিখে OK করুন|
- এবার গ্রুপ পলিসি এডিটরে User Configuration>Administrat- iveTemplates>Windows Components>Windows Explorer যান|
- এরপর ডান দিকের প্যানেল থেকে Removes the Folder Options menu from the Tools Menu দুইবার ক্লিক করে (Settings ট্যাবে থাকা অবস্থায়) অপশন Enable বাটন সিলেক্ট করে OK করুন|
- এবার দেখুন ফোল্ডার অপশনস নেই|
0 comments:
Post a Comment