Wednesday, 4 February 2015

কম্পিউটারে ভাইরাসের উপস্থিতি যেভাবে বোঝা যায়

নতুন কম্পিউটার ব্যবহারকারী মাত্রই কম্পিউটার ভাইরাসের ব্যাপারে অভিজ্ঞ হন না। ফলে অনেক ক্ষেত্রেই তাঁরা বুঝতে পারেন না কম্পিউটার তাঁর অজামেত্ম ভাইরাসে আক্রামত্ম হয়েছে কি না। সে ক্ষেত্রে নিচের বিষয়গুলো একটু লক্ষ করলেই নিশ্চিত হওয়া যাবে কম্পিউটারে ভাইরাস আছে কি না

·      কম্পিউটারের গতি ধীর হয়ে যাবে।
·      সফটওয়্যার, গেমস এমনকি অডিও, ভিডিও ফাইল চালু হতেও সময় নিবে বেশি।
·      ডিস্কে ব্যাড সেক্টর বারবার দেখাবে।
·      ওয়ার্ড, নোটপ্যাড ফাইলের ফন্ট নষ্ট হয়ে যেতে পারে।
·      র‌্যাম, এজিপি কম দেখাতে পারে।
·      ডিস্কের ভলিউম লেবেল পরিবর্তন হয়ে যেতে পারে।
·      কোনো কিছু সেভ হতে বা লোড হতে বেশি সময় নেবে।
·      সিডি, ডিভিডি কপি হতে বেশি সময় নেবে।
·      হার্ডডিস্কে জায়গা কমে যেতে পারে।
·      অজানা এক্সটেনশনযুক্ত ফাইল দেখা যাবে।
·      স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন প্রোগ্রাম রান করবে বা বন্ধ হবে।
·      ফোল্ডার অপশন মুছে যাবে।
·      ওয়ার্ডে বা নোটপ্যাডে কিছু লিখলে তা অনেক ক্ষেত্রেই সেভ করা যাবে না।
·      কি-বোর্ড ও মাউস ব্যবহারে সমস্যা হতে পারে।
·      যে গেম আগে ঠিকভাবে চলত সেগুলো কোনো কারণ ছাড়াই চলার সময় বারবার আটকে যাবে।
·      পিসি হ্যাং করতে পারে।
·      টাস্ক ম্যানেজার কাজ করবে না।
·      অনেক ক্ষেত্রে বিভিন্ন ফোল্ডারের আইকন পরিবর্তন করা যায় না

0 comments:

Post a Comment

 
Sohoz-Tech